কামরুল হাসানঃ
কালিহাতীর এলেঙ্গা পৌর সভার আগচিনামূড়া ইয়ং স্টার ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আগচিনামূড়া দলকে পরাজিত করে এলেঙ্গা দল বিজয়ী হয়েছে।
সোমবার(২৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত খেলায় বীর মুক্তিযোদ্ধা মো. মেহেদী হাসান খান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এলেঙ্গা পৌর সভার মেয়র ও টাঙ্গাইল জেলা বিএনপি নেতা মো. শাফী খান। খেলা উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসমত আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেক, সহেদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, এলেঙ্গার পৌর কাউন্সিলর মিজানুর রহমান বেলাল, আসাদুজ্জামান খান পিন্টু, লিয়াকত আলী সরকার, হিটলু খান। খেলা শেষে বিজয়ী এলেঙ্গা দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে।