এলেঙ্গা প্রতিনিধিঃ টাঙ্গাইলের উপ-শহর খ্যা কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খানের মা নূর নাহার খানম(৮২) আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ ডেলটা হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। তিনি ৫ মেয়ে ও ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ এশা চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মরহুম নূর নাহার খানম একজন দানশীল নারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।