ভ্রাম্যমাণ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এলেঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি দাশ পবিত্র, সাবেক সভাপতি সুমন ঘোষ, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন প্রমুখ।
এসময় এলেঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাকিব হাসান হৃদয়, দপ্তর সম্পাদক আবু সায়েম সহ প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন টাঙ্গাইল উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই ) শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।