কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে শিল্পাঞ্চল বল্লা পর্যন্ত ১৪.০৯৩ কিলোমিটার পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(৮ ফেব্রুয়ারি) বিকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ফলক উন্মোচন করে সংস্কার কাজের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতলেব শিকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মোল্লা, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস অ্যান্ড আলম জেডি’র চেয়ারম্যান পাপন কুমার বানু, কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক সোবহান তালুকদার, এলেঙ্গা পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল জলিল প্রমুখ।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, এলেঙ্গা জিসি থেকে বল্লা জিসি পর্যন্ত ১৪.০৯৩ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৮ লাখ টাকা। চলতি অর্থ বছরে এলজিইডি’র অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস অ্যান্ড আলম জেডি’র মাধ্যমে সংস্কার কাজ শুরু করা হল।