গণবিপ্লব রিপোর্টঃ

জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিনের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় পৃথিবীর আলোতে নিজের ছায়া দেখায় ছোট্ট এই পরী।
অরিন জানান, মা হবার অনুভুতি ভাষায় বলা যাবে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন মনে হচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
অরিনের স্বামী তানভীর জানান, আসলে কিছু অনুভুতি আছে যা প্রকাশ করা যায় না। বাবা হবার অনুভুতিটাও তেমনই।
অরিন এবং মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
শফিক তুহিনের সঙ্গে ‘এর বেশি ভালোবাসা যায় না’, এবং ইলিয়াসের সঙ্গে ‘না বলা কথা’, ‘না বলা কথা-২’, ঘুমের ঘরে, পূর্ণতা শিরোনামের গানগুলোর মতো অসংখ্য জনপ্রিয় গান এবং মিউজিক ভিডিও, বিভিন্ন এ্যালবামে দ্বৈত কন্ঠ, ছবির প্লেব্যাকসহ বহু বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কাজ করেছেন অরিন।