
ঘাটাইল ২৫ ডিসেম্বর : কয়েকদিনের তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় গরীব ও অসহায় মানুষের জন্য ঘরে ঘরে শীতবস্ত্র নিয়ে গেলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাচটিকড়ী আশ্রয়ণ প্রকল্পের ৪০ টি পরিবারের শীতে কষ্ট পাওয়া হতদরিদ্র মানুষের ঘরে গিয়ে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন তিনি।
এসময় জেলা প্রশাসকের হাত থেকে শীতবস্ত্র গ্রহন করে উচ্ছ্বসিত হন এসব দরিদ্র পরিবাবের মানুষ। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) মোসা. নুর-নাহার বেগম,পিআইও এনামুল হক, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন প্রমুখসহ সাংবাদিকরা ।