ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঐতিহাসিক করটিয়া জমিদার বাড়ির প্রাচীন দেয়াল ভেঙে জমি দখল করার প্রতিবাদে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে করটিয়া টাঙ্গাইল জেলা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটি এ র্যালি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
করটিয়া শহীদ মিনার থেকে বের হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক শাহজাহান আনসারী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল হক তালুকদার, সরকারি সা’দৎ কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক খালিদ সাইফুদ্দিন জুয়েল, সরকারি সা’দৎ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আনসারী প্রমুখ।
বক্তারা করটিয়ার জমিদার বাড়ি তাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য কঠোর আন্দোলনের ঘোষণা দেন। তারা এ ব্যাপারে সরকারি উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।