
টাঙ্গাইল ২৭ মার্চ : টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এর নের্তৃত্বে একটি চৌকস টিম শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শহরের ছয়আনি বাজার’সহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশের জনসচেতনতামূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. সালাউদ্দিন, সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন, অন্যান্য পুলিশ কর্মকর্তা’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।
জেলা পুলিশের চৌকস কর্মকর্তাগণ ওই সময় বাজার দর মনিটরিং’সহ বাজারে আসা ক্রেতাদের নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য দোকানদার ও ক্রেতাদের নির্দেশনা দেন। ওষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নিদিষ্ট দুরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দেন। সেইসাথে গুরুত্বপূর্ণ কোন কাজ ছাড়া বাড়ির বাইরে কাউকে না আসার নির্দেশ দেন।
এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম গণবিপ্লব-কে বলেন, সারা বিশ্বে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ আতংক বিরাজ করছে। সামজিক দুরত্ব বজায় রাখতে তিনফুট পর পর বৃত্ত করে দেয়া হচ্ছে দোকান ও ওষুধের ফার্মেসির সামনে। যাতে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনার জন্য এসে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে। এছাড়া হাট-বাজারে জন সচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।