ভ্রাম্যমাণ প্রতিনিধি
টাঙ্গাইলে শীতকালীন শাকসবজি চাষে ধস নেমে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠকর্মীদের অবহেলার কারণে গত বছরের তুলনায় কৃষকরা এবার অর্ধেক জমিতে শীতকালীন শাকসবজি আবাদ করেছেন।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় এ বছর ১০ হাজার ৫৩৬ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয় ২ লাখ ৫ হাজার ৪৫২ মেট্রিক টন শীতকালীন শাকসবজি। অথচ গত বছর ২০ হাজার ৮৮৫ হেক্টর জমিতে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয় ২ লাখ ৬৭ হাজার ৮৭৭ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে গত বছরের চেয়ে এ বছর ১০ হাজার ৩৪৯ হেক্টর জমি এবং ৬২ হাজার ৪২৫ মেট্রিক টন কম লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত বছর লক্ষমাত্রা পুরণ করেও বেশি শাকসবজি উৎপাদন করা হয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সাহায্য-সহযোগিতা ও পরামর্শ দিলে এ বছর উৎপাদন গত বছরের লক্ষমাত্রা ছাড়িয়ে যেত।
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুরের কৃষক রহিজ উদ্দিন, পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামের খোরশেদ আলম, ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া গ্রামের কিশমত আলী, বাঘিল ইউনিয়নের কেষ্টপুরের কৃষক লাল মিয়া সহ অনেকেই জানান, প্রয়োজনীয় কীটনাশক, বীজ ও সেচ সঙ্কট এবং পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা আশানুরূপ জমিতে সবজি চাষ করতে পারেননি। যেটুকু জমিতে চাষ করেছিলেন তা সম্পূর্ণই স্ব স্ব উদ্যোগে; কৃষি বিভাগের কোন লোক তাদের কাছে আসেনি বলেও জানান তারা। তারা আরো জানান, গত বছর অন্যের জমি বর্গা নিয়েও সবজি চাষ করে লাভবান হয়েছিলেন। পুঁজির অভাবে এবার সে জমিগুলোতে চাষ করতে পারেননি। শীতকালীন সবজি চাষে প্রয়োজনীয় কীটনাশক, সার, বীজ ও সেচের জন্য সহজ শর্তে স্বল্পসুদে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হাশিম জানান, তিনি খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন এবং সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারি কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।