গণবিপ্লব রিপোর্টঃ ঋণখেলাপির দায়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছে উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, সোনার বাংলা প্রকৌশলিক সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণ থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর কারণে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপরদিকে, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী সৈয়দ মোস্তাক হোসেন রতনের জমা দেয়া কাগজপত্রে দলীয় মনোনয়নের বৈধ কাগজ না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিমের জমা দেয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী এবং বিএনএফ-এর প্রার্থী আতাউর রহমান খানের আয়কর রিটার্ন দাখিলের কাগজে সমস্যা থাকায় তাদের মনোনয়নপত্র বিকাল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর সংক্রান্ত সমস্যা সমাধান করতে না পারলে তাদের মনোনয়নপত্রও বাতিল বলে গণ্য হবে।
এদিকে, কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে কাদের সিদ্দিকীর নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকরা বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় কর্মীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে দুই পাশে অবরোধ করে। তারা কয়েকটি ভাঙচুর করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে কৃষক শ্রমিক জনতালীগের ১০ কর্মী আহত হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকাল সাড়ে তিনটার দিকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বুধবার সকাল-সন্ধ্যা জেলায় ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
এরআগে সোমবার রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি উল্লেখ করে উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলামকে ফ্যাক্সযোগে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো।
মো. তাজুল ইসলাম জানান, ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণখেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলিক সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণ নিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর ওপরই বর্তায়।
গত ১১ অক্টোবর ১০জন প্রার্থী টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়পত্র জমা দিয়েছিল।
মঙ্গলবার যাচাই-বাছাই শেষে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী ইমরুল কায়েস ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২২ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এ আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।