গণবিপ্লব ডেস্কঃ
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী ভারত থেকে ফেরত আনা নুর হোসেনকে ১৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যে নুর হোসেনকে বহনকারী মাইক্রেবাস কারাগারের দিকে দিয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাচিস্ট্রেট শহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে নূর হোসেনকে আদালতে নেয়া হলে সেখানে অবস্থান করা নিহতের স্বজনরা তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে কড়া পুলিশি নিরাপত্তায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সাইদুজ্জামান শরীফ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার সকালে ঢাকার উত্তরার র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে আনা হয়। র্যাবের হেফাজতে সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিল আরও চারটি গাড়ি।
উল্লেখ গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাধা অবস্থায় সাত জনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। পরে ঘটনার ১১ মাস পর গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, চাকরিচ্যুত সাবেক র্যাব কর্মকর্তাসহ ৩৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২জন গ্রেফতার রয়েছে। নূরের পর বাকি ১২ জন এখনও পলাতক।
প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। বেনাপোলে হস্তান্তরের পর নূর হোসেনকে সরাসরি নিয়ে আসা হয় উত্তরার র্যাব-১ কার্যালয়ে। সকাল ৬টা ৫০ মিনিটে নূর হোসেনকে বহনকারি বহনকারী গাড়ি র্যাব-১ কার্যালয়ে প্রবেশ করেন। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিল আরও চারটি গাড়ি। পরে সাংবাদিকদের ব্রিফ করে র্যাব।