গণবিপ্লব রিপোর্ট
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার কারাগারে তাদের সাথে দেখা করেছেন। দুই পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাদের এ সাক্ষাতের ব্যবস্থা করে দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর কেন্দ্রীয় কারাগারে যান তারা। সাক্ষাত শেষে দুপুর ১টা ২৮ মিনিটে তারা বেরিয়ে যান। এ সময় জেলগেটে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তারা কারাফটক ত্যাগ করেন। এর আগে কারা কর্তৃপক্ষের কাছে পরিবারের পক্ষ থেকে সাক্ষাৎ চেয়ে আবেদন করেন সাকার পরিবার। আবেদনের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতি পান তারা।
কারাকর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনে ৯ জনের নামের তালিকা দেয়ায় ৯ জনকেই সাকার সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছে। তবে সকাল ১১টায় সাকার সঙ্গে দেখা করার অনুমতি পেলেও পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান বেলা ১২টার পর। এরপর তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। সকালে সাকার আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী জানিয়েছিলেন, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- সাকার স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা। তবে কারাগারে সাকার সঙ্গে দেখা করতে ১৬ সদস্য কারা ফটকে যান। এর মধ্যে ৯ জনকে অনুমতি দেন কারা কর্তৃপক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ গতকাল বুধবার বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।