টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ১৮টি ড্রেজার মেশিন ও তিন কিলোমিটার পাইপলাইন ধ্বংসসহ ৪জনকে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ( ২ মার্চ) বিকেলে এলংজানী নদীতে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নাজমুল হুসেইন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রভাবশালীদের ছত্রছায়ায় এলংজানী ও পৌলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১৮টি ড্রেজার মেশিন ও তিন কিলোমিটার বালু উত্তোলনে সরবরাহের পাইপ ধ্বংস সহ ৪ জন শ্রমিককে আটক করে তিন দিন করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো – জেলার গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বেলাল মিয়া (৪৫), একই এলাকার শাজাহান আলীর ছেলে ইকবাল মিয়া (২২), নাজমুল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩৩) ও লাল মিয়ার ছেলে হামিদ (২০)।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মধ্য দিয়ে নদীর দুই পাড়ের মানুষের ফসলী জমিসহ বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এজন্য অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলার পাথাইলকান্দী ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । এতে ১৮টি ড্রেজার মেশিন, তিন কিলোমিটার পাইপলাইন ধ্বংসসহ বালু উত্তোলনে সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।