সুমন সূত্রধরঃ
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা বাস টার্মিনাল এলাকার একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাউদ্দিন জানান, রোববার (৯ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, লাশটির বুক থেকে পেট পর্যন্ত কাটা ও সেলাই করা রয়েছে।