
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরভাবলায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে রেললাইনে কর্মরত এক শ্রমিকের মাধ্যমে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে লাশটি ফেলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলেও তিনি জানান।