কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার(১৩ ফেব্রুয়ারি) অবসর বসন্ত অনুষ্ঠিত হয়েছে।
এলেঙ্গা রিসোর্টে সংগঠনের সভাপতি কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনছুরুল হক হীরা, মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও সাবেক কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শহিদুল হক, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০০৫ সাল থেকে বসন্তের প্রথম দিনে ‘অবসর বসন্ত’ অনুষ্ঠান পালন করে আসছে।