
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপলাইন ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) বিকালে উপজেলার ভিয়াইল বিল ও কস্তুরীপাড়া বাজারের পাশে পৃথক দুটি ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। আর এই অবৈধ বালু উত্তোলন মধ্যে নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে ভিয়াইল বিল ও কস্তুরীপাড়া বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের বালু খেকোরা পালিয়ে গেলেও তাদেের ৪টি ড্রেজার মেশিন ও বালু সরবরাহের ৩ হাজার ফুট পাইপলাইন ধ্বংস করা হয়েছে।
এসময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোল্লা আজিজুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিয়াইল বিল ও কস্তুরী পাড়া বাজার এর পাশে পৃথক দুটি অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন করার চারটি ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপলাইন ধ্বংস করা হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযানের ফলে কালিহাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।