ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামান্না ও রামপুর গ্রাম থেকে একটি পাইপগান-দুই রাউন্ড গুলি এবং ১০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ভোরে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার রামপুর ব্রীজপাড় গ্রামের হানিফ আলীর ছেলে মো: মজনু মিয়া (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ. মো. আখেরুজ্জামান ও এসআই ওয়াদুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার কামান্না পশ্চিমপাড়া গ্রামে ইতিপূর্বে বিদেশী রিভলবার সহ আটক হওয়া এবং রিমান্ডকৃত রনি শিকদারের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নব্বেস তালুকদারের ছেলে কামরুলের বসত বাড়ীর পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি খড়ের গাদা থেকে দেশীয় তৈরি অস্ত্র (পাইপগান ) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। রনি শিকদারের নামে ইতিপূর্বে কালিহাতী থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় একটি মামলা (নং ১৬ তারিখ-২৩/০৮/২০১৬ ইং) রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শেরপুর জেলায় হত্যা মামলাসহ কালিহাতী থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অপরদিকে , কালিহাতীর পুলিশ উপজেলার রামপুর ব্রীজপাড়ে অভিযান চালিয়ে মজনু মিয়া নামের এক ব্যক্তিকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেছে।