কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সেইসাথে কনের বাবার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেয়া হয়। বৃহস্পতিবার (২৯ জুন) উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই বাল্য বিয়ে বন্ধ করা হয়। একই সঙ্গে ওই মেয়ের লেখাপড়ার সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ইউএনও আবু নাসার উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির ছাত্রীর সাথে ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের এক বাস ড্রাইভারের সাথে পারিবারিকভাবে বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য করা হয়। সেই মোতাবেক কনের বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ইউএনও আবু নাসার উদ্দিন বিয়ে বন্ধ করে দেন এবং কনের বাবার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়।