কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে ইউএনও গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৬ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, কালিহাতী পৌরসভার মেয়র আনসার আলী বিকম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ফরাজী প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ১২ নং নাগবাড়ী ইউনিয়ন পরিষদ ৯ নং বল্লা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
প্রকাশ, কালিহাতী উপজেলার ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদসহ মোট ১৬টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে।