কালিহাতী প্রতিনিধিঃ
খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শক্রবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, জেলা যুব মহিলালীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ইব্রাহিম প্রমুখ।
ফাইনাল খেলায় কালিহাতী পৌরসভা দল নাগবাড়ী ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।