কালিহাতী প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে রোববার(২৮ ফেব্রুয়ারি) উপজেলা বাপসা’র উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ইউপি সচিবরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।
উপজেলা বাপসা’র সভাপতি শাহ মো. ইলিয়াসের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাপসা’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তালুকদার, হযরত আলী, আব্দুর ছালাম, মনজুর কাদির, সাকের হোসেন খান, আনিছুর রহমান, মাছুদ রানা, উম্মে আতিয়া তিথি, নাছিমা আক্তার প্রমুখ।