কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথ পাঠ করান কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন। যে সকল ইউনিয়নের সদস্যদের শপথ পাঠ করানো হল সে ইউনিয়নগুলো হল দুর্গাপুর, গোহালিয়াবাড়ী, সল্লা, দশকিয়া, নারান্দিয়া, সহদেবপুর, পাইকড়া, বল্লা, কোকডহরা ও নাগবাড়ী।
শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া, দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান প্রমূখ। এসময় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামাণিক, গোহলিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, বল্লা ইউপি চেয়ারম্যান পাকির আলী, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাছুদুর রহমান বালা, কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।