ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউপি সদস্য ও মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমান অনৈতিক কাজ করে গ্রাম্য সালিশে সোয়া লাখ টাকা জরিমানা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, দশকিয়া ইউনিয়নের সদস্য লুৎফর রহমান সোমবার(২৩ মে) গভীর রাতে যোগীপাল-শেখেরপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রীর ঘরে ঢুকে। ওই সময় মনোয়ার অন্য প্রার্থীর নির্বাচনী প্রচারণা সেড়ে বাড়ি এসে দু’জনকে ঘরের ভিতর পেয়ে ইউপি সদস্য লুৎফর রহমানকে জাপটে ধরে এবং চিৎকার করতে থাকেন। মনোয়ারের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক রাখে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পরদিন মঙ্গলবার(২৪ মে) দুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়ার সভাপতিত্বে এক সালিশী বৈঠকে ইউপি সদস্য লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযুক্ত দু’জনকে ৫০ বার জুতাপেটা করার সিদ্ধান্ত গৃহীত হলেও স্থানীয় মাতব্বররা তা মওকুফ করে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত লুৎফর রহমানের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা সাজানো নাটক। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়েছে।