কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সিয়াম কমার্স টিচিং হোমের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার(২২ মার্চ) এলেঙ্গা রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শামসুল হক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। আলোচক ছিলেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ধনোঞ্জয় কুমার সেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফসার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ তালুকদার, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি দাশ পবিত্র, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, সিয়াম কমার্স টিচিং হোমের পরিচালক শফিকুল ইসলাম শিমুল, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজী) জাকারিয়া লেলিন। অনুষ্ঠান পরিচালনা করেন তানভীর আহম্মেদ।