কালিহাতী ২৮ ফেব্রুয়ারি : টাঙ্গাইলের কালিহাতীতে একাত্তুরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক আতাউর রহমান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, একাত্তুরের ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি (আরজু), উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লতিফ মোল্লা, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কালিহাতীকে সুন্দর সাজানো বাগানে পরিণত করেছিলাম। বর্তমান হাসান ইমাম খান গত উপজেলা নির্বাচনে আনসার আলীকে বিদ্রোহী প্রার্থী দার করিয়ে উপজেলা আওয়ামী লীগকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তছনছ করে দেওয়া হয়েছে সাজানো বাগান।
বক্তারা বলেন, আওয়ামী পরিবারকে শক্তিশালী করার জন্য কালিহাতীতে একাত্তুরের ঘাতক দালাল নির্মুল কমিটি শাক্তিশালী করতে হবে। আগামী ২ মাসের মধ্যে এ কমিটির মাধ্যমে একাত্তুরের ঘাতক দালাল ও সহযোগিদের নির্মুল করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, সহ প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ তালুকদার, একাত্তুরের ঘাতক দালাল নির্মুল কমিটি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠন ও ঘাতক দালাল নির্মুুল কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মুল কমিটি উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন কবীর।