কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে বাঙাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ালটনের (প্লাজা) শো-রুমের উদ্বোধন হয়েছে। সোমবার(২ মে) দুপুরে শোরুমটির উদ্বোধন করেন, ওয়ালটনের সাবেক চেয়ারম্যান এসএম শেখ নজরুল ইসলাম। এসময় কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, ওয়ালটনের এরিয়া ম্যানেজার বদরুল আমান ও প্লাজার ইনচার্জ রাজেদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপন্থিত ছিলেন। এ শোরুমে ফ্রিজ, টেলিভিশন, মোটর সাইকেল, এসি ও মোবাইলসহ ওয়ালটনের যাবতীয় পণ্য সামগ্রী নগদ ও সহজ কিস্তিতে বিক্রি করা হবে।