কামরুল হাসানঃ
কালিহাতী উপজেলার নারান্দিয়ায় এম তালুকদার মার্কেটে ওয়ালটন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন। এসময় এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শুকুর মাহমুদ, সভাপতি হুরমুজ তালুকদার, ইভা-ইয়া ইলেট্রনিক্সের পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।