কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নতুন কাঁচা বাজারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকালে বাজারের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এ সময় কালিহাতী পৌরসভার মেয়র আনছার আলী বিকম, কালিহাতী পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবু মোহাম্মদ জিন্নাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমীন, সাধারণ সম্পাদক স্বপন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।