কামরুল হাসানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিমহামজানি থেকে মঙ্গলবার(১২ জানুয়ারি) সকালে সম্রাট তালুকদার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, মঙ্গলবার(১২ জানুয়ারি) সকালে স্থানীয়রা কদিমহামজানির হযরত তালুকদারের পুকুর পাড়ে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে সম্রাট তালুকদারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।