কালিহাতী প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৬০ জন গর্ভবতী মহিলাকে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার নারান্দিয়া ও এলেঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রে এ সেবা দেয়া হয়। কালিহাতী উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পন বিভাগের টাঙ্গাইলের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, এলেঙ্গা পৌরসভার প্যালেন মেয়র আব্দুল বারেক ও পরিবার পরিকল্পনা বিভাগ কালিহাতীর মেডিকেল অফিসার অমল চন্দ্র দাশ প্রমূখ।