কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে গ্রীষ্মকালীন স্কুল-মাদরাসা ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় লুহুরিয়া বি এইচ আর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে একটানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় । বৃহস্পতিবার বিকালে কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় লুহুরিয়া বি এইচ আর উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারায়। খেলা হয় ৫০ মিনিট। টান টান উত্তেজনা পূর্ণ খেলায় শুরু থেকেই আক্রমন চালায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াররা। প্রথম গোলটি করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার জয়নাল দ্বিতীয় গোলটি করেন শাকিল। খেলা শেষে প্রধানর অতিথি হিসেবে চ্যাস্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের পুরস্কার তুলে দেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমূখ। বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন এলেঙ্গা শামসুল হক ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূইয়া।