আল-আমিন খানঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ‘চলো যাই গাঁয়ের পথে’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
নাগবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। নাগবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন।
অতিথিরা বক্তব্যে বলেন, তৃণমূলের উন্নয়ন না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। জনগণকে সাথে নিয়ে সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন সম্ভব। এ জন্য সকল ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গণশুনানীতে উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানরা তৃণমূল নাগরিকদের নানা তিক্ত প্রশ্নের প্রাঞ্জল উত্তর দেন এবং প্রশ্নের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে টিউবওয়েল, সেনেটারি সামগ্রী, নগদ টাকাসহ বিভিন্ন উন্নয়ন সমাগ্রী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়।