ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে চোরাই মোটরসাইকেলসহ সাজেদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। সে মির্জাপুর উপজেলার বরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। বুধবার (২৭ জুলাই) এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
এলেঙ্গা হাইওয়ে সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন- গত ১৩ জুলাই করটিয়া হাটবাইপাস চেকপোষ্টে ওই মোটরসাইকেলটি থামানোর সিগনাল দেয়া হয়। পরে মোটরসাইকেল চালক সাজেদুল ইসলাম মোটরসাইকেলটি রেখে চলে যায়। পরবর্তীতে কৌশলে বুধবার ২৭ জুলাই সকালে মোটরসাইকেলটি ফিরিয়ে দেয়ার কথা বলে তাকে কাগজপত্র চেয়ে ডেকে আনা হয়। এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসলে কাগজপত্র সঠিক না থাকার দায়ে তাকে আটক করা হয়। বিআরটিএ অফিসে খোজ নিয়ে জানা যায়, মোটরসাইকেলটির প্রকৃত মালিক ঢাকা রায়ের বাজার সুতানগরের মিজানুর রহমান। মিরপুর বিআরটিএ অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি ২৬ জুন চুরি হয়ে যায়। ঢাকা কাফরুল থানায় জিডি থাকায় বুধবার বিকালে মোটরসাইকেল ও আটককৃত যুবকে কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।