ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেট থেকে গত ৩ ডিসেম্বর শফিকুল ইসলাম সলিট(৩৩) নামে এক যুবককে ৫লিটার চোলাইমদ সহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত শফিকুল ইসলাম সলিট উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামের মৃত চান মামুদ চান্দের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার কুকরাইল গ্রামের শফিকুল ইসলাম সলিটকে স্থানীয়রা ৫ লিটার দেশীয় চোলাইমদসহ আটক করে গণপিটুনি দেয়। পরে বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মাহমুদ পাকিরের মাধ্যমে পুলিশে খবর দেয়া হলে তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানার এসআই কাইয়ুম বিশ্বাস জানান, গ্রেপ্তাকৃত সলিটের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।