কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদের ওপর সন্ত্রসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (১৬ জুলাই) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন,-এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন, বাবুল, রাজু আহমেদ, লুৎফর, সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রলীগের নেতা সবুজ, খায়রুল, মামুন,আশরাফুল ইসলাম আজাদ,ইমরান শহিদুল ইসলাম, জুয়েল, পঙ্কজ, শাওন, ইউসুফ, প্রমুখ।
উল্লেখ্য: গত বুধবার সরকারি শামসুল হক কলেজ ক্যাম্পাসে মাদকসেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এলেঙ্গা পৌরসভাধীন স্বরুপপুর গ্রামের সবুজ তার দলবল নিয়ে এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদের উপর সন্ত্রসী হামলা চালায় বলে বক্তরা বলেন। হামলায় রাজু গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়।