কামরুল হাসানঃ
কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জনতার মুখোমুখি হলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। রোববার(১৭ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডেমক্রেসিওয়াচের সেবা প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন চৌধুরী।
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডেমক্রেসিওয়াচের প্রকল্প সমন্বয়ক মনিরুজ্জামান। এ সময় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও এলাকার সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধিদের প্রশ্ন করেন এবং জনপ্রতিনিধিরা তার জবাব দেন।