কালিহাতী প্রতিনিধিঃ
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ জুলাই) কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা বেগম, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মাদ আব্দুল কুদ্দুছ, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, সাপ্তাহিক যুগধারা’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচএম হাবিবুর রহমান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মৃদুল চৌধুরী, দি নিউ নেশনের মীর আনোয়ার হোসেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হযরত আলী।
সম্মেলনে ১৯ থেকে ২৫ জুলাই সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির প্রথম দিনে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।