
কালিহাতী ১৫ সেপ্টেম্বর: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে জামায়াতের ৭ মহিলা সদস্যসহ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সাকরাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই জব্দ করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসাল আল মামুন গণবিপ্লবকে বলেন, জামায়াতে ১০ জন সক্রিয় সদস্য উপজেলায় সাকরাইলে আনোয়ার মাস্টারের বাড়ীতে গোপন বৈঠক করছিলেন। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তার স্ত্রী জামায়াতে উপজেলা মহিলা কমিটি সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রত্না বেগম, সক্রিয় সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।
ওসি আরো বলেন, আটককৃতদের নিকট থেকে জিহাদী বই ও জামায়াতে বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।