কালিহাতী প্রতিনিধিঃ
‘আমার বিদ্যালয়, আমার অহঙ্কার’ এই স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার(১ ডিসেম্বর) সকালে স্থানীয় আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ রাজনৈতিক দলের নেতা ও ঊর্ধতন কর্মকর্তারা ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন, কালিহাতীর পৌর মেয়র আনছার আলী বিকম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম ফরাজী, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আমিনুজ্জামান তালুকদার রনি, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম জামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও পরিচালনা পরিষদ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে ঝাড়ু হাতে মাঠে নামে।