কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুল ( ২২ ) নামে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল ভূঞাপুর পৌরসভার বাহাদীপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে ও কাউন্সিলর রফিকুল ইসলামের ভাতিজা। এ ঘটনায় আহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাওন (২১) এবং একই এলাকার জয়নাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল যোগে তিন বন্ধু ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে তাঁরা কালিহাতী উপজেলার এলেঙ্গা বাস্ট্যান্ডে পৌঁছালে পিছন দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ২ জন। আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরো জানান এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে ।