কামরুল হাসান :
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-পাবনা জেলার ভাঙ্গুরিয়া সদর উপজেলার কহিক প্রামানিকের ছেলে রহিম প্রামানিক (৩০) ও একই এলাকার ভাগ্নি আখী পারভীন (২০)।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনর্চাজ (ওসি) আছাবুর রহমান জানান, টাঙ্গাইল ম্যাটস এ ভর্তি হওয়ার জন্য মামা-ভাগ্নি মোটরসাইকেল যোগে পাবনা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নি আখী মারা যায়। পরে আহত অবস্থায় মামা রহিম প্রামানিককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।