ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে সোমবার(২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় গণেষ সূত্রধর(৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার রৌহা গ্রামের স্বর্গীয় রাখাল চন্দ্র সূত্রধরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণেষ সূত্রধর নিজ বাড়ি থেকে রেললাইন পাড় হয়ে একই গ্রামের পাশের পাড়ায় ‘কীর্ত্তন’ শুনতে যাচ্ছিলেন। রেল লাইন পাড় হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ের টাঙ্গাইলের স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।