
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এই ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, দুপুর সাড়ে বারটার দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।