কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষা এলাকায় সোমবার(২৮ ডিসেম্বর) সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা (৩৫) নিহত হয়েছেন।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধুসেতু-ঢাকা রেলসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১১৭ নং সেতুর কাছে পৌঁছলে অসাবধানতাবসতঃ কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা নিহত হন। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে জিআরপি’র টঙ্গি থানায় পাঠিয়ে দেয়া হয়।