কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে বুধবার(১৬ ডিসেম্বর) সকালে ট্রেনে কাটা পড়ে বাবু ও আল-আমিন নামে দু’কিশোর নিহত ও অপর এক কিশোর আহত হয়েছে। আহত নাইমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর নুগর গ্রামে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আখেরুজ্জামান জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর নুগর গ্রামের আব্দুল মতিনের ছেলে বাবু(১৪), এনামুল হকের ছেলে আল-আমিন(১৭) ও মাইনুল ইসলামের ছেলে নাইম(১৪) বুধবার(১৬ ডিসেম্বর) ভোরে কাজের সন্ধানে এসে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর বাসস্টেশনে নামে। সকাল সাড়ে ৬টার দিকে তারা ধলাটেঙ্গর রেললাইন পাড় হওয়ার সময় অসাবধানতাবসতঃ ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এ সময় বাবু ও আল-আমিন ঘটনাস্থলেই নিহত ও নাইম অল্পের জন্য রক্ষা পায়। নাইমকে আহতাবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।