কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বড় ইছাপুর গ্রামে গত ২২ আগস্ট(শনিবার) গভীর রাতে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রমজান আলী(৫৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাগেছে, কালিহাতী উপজেলার বড় ইছাপুর গ্রামে গত ২২ আগস্ট(শনিবার) দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রমজান আলীর বাড়ির পিছন দিক দিয়ে ৭-৮জনের একদল ডাকাত গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা রমজান আলীর বড় ছেলে সেনা সদস্য খোকন মিয়ার স্ত্রীর হাত-মুখ বেধে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এক পর্যায়ে রমজান আলী কথাবর্তা শুনে ডাকাতদের চিনে ফেলে। এ সময় ডাকাতরা রমজান আলীর গলা টিপে ধরে। পরে ছুরিকাঘাতে রমজান আলীর মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে চলে যায়।
পারিবারিক সূত্র জানায়, ডাকাতরা নগদ প্রায় ৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার, একটি পালসার মোটর সাইকেল, আইফোন সিরিজের ৬ টি মোবাইল সেট, সঞ্চয়পত্র-চেক বই সহ মূল্যবান কাগজপত্র লুটে নেয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে র্যাব-১২’র কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী, সহকারি পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) জমির উদ্দিন সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রমজান আলী মূলত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর আগে কালিহাতী উপজেলার বড় ইছাপুর গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন।