কালিহাতী প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপি একুশে বই মেলা চলছে। শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কবুতর ও বেলুন উড়িয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বই মেলার উদ্বোধন করেন।
কালিহাতী আরএসপি স্কুলের শহীদ মিনারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনোয়ার হোসেন, আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, শেরপুর শ্রীবর্দী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহমুদ দিদার। পরে নেতৃবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলার প্রথম দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সম্পাদনায় প্রকাশিত ‘স্বপ্ন সারথি’ বইটির মোড়ক উন্মেচন করা হয়।