কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার(৩ মার্চ) সন্ধ্যায় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এরআগে তার চাচাত ভাই ফরিদ হোসেনকেও দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। তাদের দু’জনকেই কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার জানান, বৃহস্পতিবার(৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে দোকানে বসে ছিলেন পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় বিএনপি দলীয় নবনির্বাচিত মেয়র আলী আকবর জব্বারের ছেলে রফিক ও রাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আনোয়ারের ডান হাতের কবজি, বুক, পিঠ ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর প্রায় আধা ঘণ্টা আগে আনোয়ার হোসেনের মালিকানাধীন কাঞ্চন অটো রাইস মিলে তার চাচাত ভাই ফরিদ হোসেনকেও একই দুর্বৃত্তরা বেধড়ক পিটিয়ে আহত করে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফিরোজ হোসেন জানান, আহত দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ ও ১০ নম্বর বেডে চিকিৎসা দেয়া হচ্ছে।
হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কালিহাতী পৌর আওয়ামী লীগের উদ্যোগে রাত সাড়ে ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু মুহাম্মদ জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাবেক সভাপতি শরিফ আহমেদ রাজু প্রমুখ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজি জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে, থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।