
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মোবাশ্বের আলম। তিনি বিদায়ী ইউএনও রুমানা তানজিন অন্তরা স্থলাভিষিক্ত হয়েছেন।গত মঙ্গলবার (০২ নভেম্বর) নিজ দফতরে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন নবাগত ইউএনও।
ইতিপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সিনিয়র সহকারি সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।